৭ই মার্চ উপলক্ষে প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন

৭ই মার্চ উপলক্ষে প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল নয়টায় সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম,বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের একটি অনন্য ঐতিহাসিক দিন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে এসে ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন।

এআর-৭/৩/২৪

Share your comment :