মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন

মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক:
দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন। মালদ্বীপের বর্তমান চীনপন্থী প্রেসিডেন্ট মোহামদ মুইজ্জুর দল দেশটির পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ার পর চীনের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। গত রবিবার মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন সোমবার বলেন, “চীন ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা প্রসারিত করতে মালদ্বীপের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।”

তিনি মালদ্বীপের সঙ্গে কৌশলগত সহযোগিতার সম্পর্ক জোরদার করতে বেইজিং কাজ করবে বলেও মন্তব্য করেন। সূত্র: দ্য স্ট্যান্ডার্ড

এআর-২৩/০৪/২৪

Share your comment :