ইরান-পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই: রাইসি
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট রাইসি ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘ইরান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের একটি অটুট বন্ধন রয়েছে; যা দুই দেশের জনগণকে আলাদা করার কোনো উপায় নেই।’
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে এবং পাকিস্তানিদের কাছে ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর।
সহযোগিতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে অনেক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে যা সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে সাহায্য করতে পারে।
রাইসি বলেন, আমরা এ সফরের পরে দুই দেশের মধ্যে সম্পর্কের বৃদ্ধি এবং উন্নয়ন আশা করছি। আমার দেশের অগ্রাধিকার প্রতিবেশী, ইসলামিক, জোটবদ্ধ এবং স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা।
এআর-২৫/০৪/২৪
Share your comment :