অপহৃত ২০ জেলে সুস্থ আছেন, ফেরাতে আলোচনা চলছে

অপহৃত ২০ জেলে সুস্থ আছেন, ফেরাতে আলোচনা চলছে

বাংলাকণ্ঠ রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তারা ভালো আছেন, তাদের ফেরত আনতে আরাকান আর্মির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আশা করছে, দ্রুততম সময়ের মধ্যে অপহৃত জেলেদের ফেরত আনা সম্ভব হবে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ কথা জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার বিকালে টেকনাফে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা। তারা হলেন- মো. হাসিম, মো. হোছেন, মহিউদ্দিন, এনায়েত উল্লাহ, আব্দুল শুক্কুর, নুর হাফেজ, মো. ইয়াছিন, আবদুর রহিম, হাসান আলি, ওসমান গনি, শাহ আলম, আসমত উল্লাহ, আব্দুল শুক্কুর, আবুল হোসেন, আয়ুব খান, নুর হোছন, মো. বেলাল, মো. সলিম, আবদুল কাদের ও ইবনে আমিন।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনাটি বিজিবির সংশ্লিষ্টরা অবহিত হয়েছেন। এরপরই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিজিবি যোগাযোগ শুরু করে। ধরে নিয়ে যাওয়া জেলেরা আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তারা ভালো আছেন। এসব জেলেকে ফেরত আনতে আরাকান আর্মির সঙ্গে বিজিবি আলাপ-আলোচনা অব্যাহত রেখেছে।’
আলোচনার যে অগ্রগতি তাতে তিনি আশা করছেন দ্রুততর সময়ের মধ্যে বাংলাদেশি জেলেদের ফেরত আনা সম্ভব হবে।
এএ/

Share your comment :