ভিপিপ্রার্থী আবিদের নিত্যনতুন অভিযোগ

আবিদ
  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ (ডাকসু) নির্বাচনে ভরাডুবি এখনও মেনে নিতে পারছে না ছাত্রদল। একের পর এক অভিযোগের পরসা নিয়ে হাজির হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। এবার তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টার দিকে মার্কার পেন না থাকায় ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট ক্রস চিহ্ন দিতে হয়েছে, এতে ভোট নষ্ট হয়েছে বলে আশঙ্কা।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদল সমর্থিত প্যানেল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এসব কথা বলেন আবিদুল ইসলাম। 

তিনি জানান, বল পেন দ্বারা মার্ক করা ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি, যা পোলিং এজেন্টদের নজরে এসেছে। এরপরের সময়ে ভোটগুলোতে কি বল পেন ব্যবহার করে ভোট নষ্ট করার হীনচিন্তা করা হয়েছিল, তা নিয়ে প্রার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের ওপর যে অন্যায় হয়েছে, তার বিচার কী হওয়া উচিত, তার দায়ভার কে নেবে? প্রতিটি স্তরে আমাদের বাঁধার সম্মুখীন করা হয়েছে। আমাদের ব্যালট পেপারগুলো দিতে গিয়েও পোলিং অফিসাররা বারবার আমাদের মবের শিকার করেছেন।’

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ডাকসুতে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর প্রপার জবাব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে ২০২৫ সালের ডাকসু নির্বাচন পুনর্বিবেচনার সুযোগ অবশ্যই থাকবে এবং সেটি আমরা আদায় করব ইনশাআল্লাহ।’


মন্তব্য