জরুরি সংবাদ সম্মেলনে বসছে ঢাবি

ঢাবি
  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে আজ রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

জানা গেছে, ডাকসু নির্বাচনের পর থেকে নানা ধরনের অভিযোগ জানিয়ে আসছেন ছাত্রদল ও বামসহ বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তারা প্রশাসনের কাছে এর জবাবও চেয়েছেন। প্রশাসনও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কিছু অভিযোগের ব্যাখ্যা দিয়েছে। সর্বশেষ নীলক্ষেতে ব্যালট পেপার ছাপা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হলো। 


মন্তব্য