প্রথমবারের মতো সাপাহারে ম্যাংগো ফেস্টিভ্যাল
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:২২ AM

নওগাঁর সাপাহারে আগামী ১৮ ও ১৯ জুলাই আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’। “আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ” এই স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
উৎসবে থাকবে নানা আয়োজন—বিশেষ ছাড়ে আম বিক্রয় ও প্রদর্শনী, নানা ধরনের স্টল, তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের সুবিধা, যার মাধ্যমে দেশ-বিদেশে আম পাঠানো যাবে। থাকবে আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, আমচাষিদের প্রোফাইল এবং অনলাইন সরবরাহকারীদের তথ্যসহ স্টলও।
ফেস্টিভালে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজন করা হবে। প্রশিক্ষণে আমের রোগবালাই প্রতিরোধ, উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আম রপ্তানি এবং বাজার সম্প্রসারণ নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।
প্রতিদিন বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে সারা বছর শিল্পকারখানা চলতে পারে। অথচ চাষিরা এখনো ন্যায্য দাম থেকে বঞ্চিত। এই উৎসবের মাধ্যমে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য আমাদের।”
জানা গেছে, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন। প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেন হয়েছে আমকে ঘিরে।
প্রথমবারের মতো ম্যাংগো ফেস্টিভ্যাল সফল হলে সাপাহারের আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে বিশ্বাস চাষি ও ব্যবসায়ীদের।