নৌবাহিনীর হাতে ৩৪ ভারতীয় আটক

ভারতীয়
  © সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলার ও ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৪ জুলাই) রাতের দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সোমবার আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিলো। এসময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। 

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেতঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
তিনি আরও জানান, এসময় জব্দ করা হয় ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ। গত রাতে আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় জলসীমার আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, দস্যু দমন, সুন্দরবনের বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষায় সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। নিয়মিত এ অভিযান চলবে।


মন্তব্য