নানা আয়োজনে চট্টগ্রাম বিআরটিএ'র জুলাই শহীদ দিবস পালন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:০৫ PM

নানান আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস ২০২৫ পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার চট্টগ্রাম বিআরটিএ নগরীর জিইসি মোড়ে সকালে দুই ঘন্টার জন্য সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ ক্যাম্পেইন-এর আয়োজন করে। এ সময় পরিবহন চালক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের-কে সড়ক নিরাপত্তা সম্বলিত বিভিন্ন ধরনের লিফলেট দেওয়া হয় এবং নানান ধরনের প্লা-কার্ড প্রদর্শনী ও মাইকিং-এর মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করা হয়।
একইদিন নগরীর নতুন পাড়া বিআরটিএ, কম্পাউন্ডে অবস্থিত মসজিদে বাদে জোহর জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে গতকাল নগরীর ঐতিহ্যবাহী গভ. মুসলিম হাই স্কুল-এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় । এছাড়াও বিআরটিএ'র কম্পাউন্ডে খালি জায়গায় জুলাই অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে ৩৬টি বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় ।
এ সকল কার্যক্রমে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম, চট্ট মেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী , চট্ট মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ বিআরটিএ নতুনপাড়া ও হালিশহরস্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগরীতে বিশেষ ক্যাম্পেইনে সড়ক ও জনপথ (সওজ)-চট্টগ্রাম, বিআরটিসি-চট্টগ্রাম, ট্রাফিক বিভাগ (উত্তর), সিএমপি-চট্টগ্রাম, শিক্ষার্থীদের নিয়ে গঠিত সহায়ক ট্রাফিক পুলিশ-চট্টগ্রাম এবং বিকেটিটিসি-চট্টগ্রাম সার্বিকভাবে সহযোগিতা করে।