১০ হাজার বৃক্ষ রোপন করলো ওডিএমএস

বৃক্ষ রোপণ
  © সংগৃহীত

সুস্থ, সুন্দর আগামী বির্নিমান ও ধ্বংসের হাত থেকে পরিবেশ রক্ষার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি  গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (এডিএমএস)।

বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষার করার লক্ষ্যে সংগঠনটি সম্প্রতি বন্দর নগরী চট্টগ্রামের বায়েজদি থানার কূলগাঁও সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের খালি জায়গায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। 

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. শফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্ধোধন করেন।

সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম.আর চৌঃ মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার রাশেদা আক্তার, বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো চীফ মজুমদার নাজিম উদ্দীন, সিএনটিভির ডিরেক্টর সাজ্জাদ উদ্দীন, কুঁলগাও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক, স্কুল শাখার প্রধান শিক্ষিকা নিপা বড়ুয়া, সংগঠনের সদস্য সরোয়ার আলম, মাকসুদুর রহমান, নীলিমা কবির প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদা আক্তার এমন একটি মহতি উদ্যেগের জন্য ওডিএমসের সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও এভাবে এগিয়ে আসলে আমরা পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। তিনি বলেন, আমরা সবাই সবার জায়গা থেকে ব্যাক্তিগত উদ্যেগে একটি করে গাছ লাগালেও একটি বড় কাজ সম্পন্ন হয়।


মন্তব্য