পাথর উদ্ধারে মাঠে নামছে দুদক
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০১:৫১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০১:৫১ PM

সাদা পাথরের জন্য বিখ্যাত সিলেটের ভোলাগঞ্জ। সেখানে প্রতি বছর শত শত মানুষ ভ্রমণ করে থাকেন। সাদা পাথরের আকর্ষণে রঙিন হন তারা। তবে গত ১৫ দিন ধরে এসব পাথর লুট করেছে বলে অভিযোগ আছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এবার লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সিলেট সমন্বিত কার্যালের কর্মকর্তারা অভিযানের নেতৃত্ব দেবেন।
বুধবার (১৩ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যাক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে।
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার ভিডিওসহ গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে শুরু হয় আলোচনা-সমালোচনা। পাথর লুটের সাথে প্রথম থেকে ওঠে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের নাম। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। পাথর লুটের অভিযোগে সোমবার তার পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।