মহাসড়ক অবরোধ

বিক্ষোভ
  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসন সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। সদর ও বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিজয়নগরের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন অভিযোগ করেন, "বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে সরানো হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ দুই ইউনিয়ন। পাশাপাশি এই এলাকার মানুষেরা উন্নয়ন বঞ্চিত হবেন।" 

বক্তারা অবিলম্বে ইউনিয়ন দুটি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান।


মন্তব্য