লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া
  © সংগৃহীত

জরিমানার টাকা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। 

এসময় অগ্নিসংযোগ করে অন্তত চারটি বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) ভোর পাঁচটা থেকে ওই গ্রামের বিবাদমান দুটি পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।

সংঘর্ষে বিরামপুর গ্রামের নাছির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিরামপুর গ্রামের হারুন চেয়ারম্যানের গ্রুপ এবং ইকবাল, আনিছ মেম্বার ও সাচ্চু গ্রুপের লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভোর থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বেশ কয়েকটি ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের পাশাপাশি অন্তত চারটি বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত রমজান মাসে লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে এই দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছিল। পরবর্তীতে আরও দুই দফা সংঘর্ষ-মারামারিতে জড়িয়েছিল দুটি পক্ষ। পরে বিষয়টি স্থানীয়রা সালিশের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়। 

সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, হাদিস মিয়া জরিমানার এক লাখ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। কিন্তু সেই জরিমানার টাকা না দেওয়ায় দুই পক্ষের লোকেরা শনিবার ভোর থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মন্তব্য