গুদাম থেকে মিলল ১৩ টন বন্দুকের খোসা, তোলপাড়

কার্তুজ
  © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে একটি গুদাম থেকে সাড়ে ১৩ টন এমপি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আহম্মেদপুর বাজারে আবুল বাশারের মালিকানাধীন ‘শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি’র গুদামে ট্রাক থেকে পণ্য নামানোর সময় শ্রমিকরা গুলির খোসা দেখতে পান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা শনিবার পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তদন্ত শেষে পুলিশ জানায়, নিয়ম মেনে একটি কারখানায় ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলির খোসা আনা হয়েছিল।

এ ব্যাপারে আবুল বাশার শিহাব বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্তুজগুলো ওই এলাকার মা-বাবা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান নিলামে কিনে নেয়। পরে এ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে আমি কিনে নেই। শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে বাড়িতে গুদামজাত করি। 

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এমপি কার্তুজগুলো কারখানায় ব্যবহার করার জন্য নিয়ম মেনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব এমপি কার্তুজ কেনার বৈধ কাগজপত্র দেখিয়েছেন। এতে কোনো আইনি জটিলতা নেই বলে জানান তিনি।


মন্তব্য