হঠাৎ শারীরিক পরিবর্তন, জুবাইদা এখন তানভীর

ডাক্তার
  © সংগৃহীত

হঠাৎ শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে জুবাইদা আক্তার আখি (১২) নামে এক শিশু। তার বর্তমান নাম তানভীর ইসলাম। সে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হরতকিবাড়িয়া গ্রামের দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। 

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জুবাইদার নাক-মুখ থেকে রক্ত বের হয়। এরপর ডাক্তার দেখালে সে সুস্থ হয়। এরপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে জুবাইদা তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। পরবর্তীতে তার বাবা-মা ঢাকায় অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডাক্তার দেখতে পান জুবাইদা পুরুষে রূপান্তরিত হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তাদের বাড়িতে ভিড় করছে প্রতিবেশীসহ উৎসুক জনতা।

জুবাইদা আক্তার আখি ওরফে তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আমরা খুবই খুশি। তবে মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে চিকিৎসা করাতে করাতে আজ আমি আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে গেছি। 

তিনি বলেন, আমার মেয়ে রাতের বেলা ঘুমিয়ে ছিল। সকালে হঠাৎ জানতে পারি সে ছেলে হয়ে গেছে। কিন্তু নিজেদের তো নিশ্চিতভাবে জানতে হবে এটা সত্য নাকি মিথ্যা। তারপর ঢাকায় ডাক্তার দেখাই। ডাক্তার বলছে সে সত্যিই ছেলে হয়েছে এবং সুস্থ আছে।

জুবাইদার দাদা মজিদ চৌকিদার বলেন, আমার আগে শুধু দুটি নাতনি ছিল। কালামের খুব ইচ্ছে ছিল পুত্র সন্তানের। আল্লাহ তার মনের আশা অলৌকিকভাবে পূরণ করেছেন। এখন আমার একটা নাতনির পাশাপাশি একজন নাতিও পেলাম। আমরা খুবই খুশি।

স্থানীয় বাসিন্দা মো. মোশারেফ বলেন, এমন ঘটনা আমরা জীবনেও শুনিনি। কিন্তু আজ আমার বাড়ির পাশেই নিজ চোখে দেখতে পেলাম। এটা আল্লাহর নেয়ামত।

মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়া জুবাইদা আক্তার আখি ওরফে তানভীর বলেন, মাদরাসায়  আমার অনেক বান্ধবী ছিল। কিন্তু এখন  আমি যেহেতু ছেলে এবং ওরা খুব পর্দাশীল তাই ওদের সাথে আর মেশা সম্ভব হবে না। এজন্য একটু খারাপ লাগছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া। এখন ভালো লাগছে। আমি এখন শারীরিকভাবে সুস্থ আছি। আমার একজন ইসলামী সংগীত শিল্পী হওয়ার ইচ্ছা। যেন একজন ভালো শিল্পী হতে পারি।  দোয়া করবেন যেন ভালো মানুষ হিসেবে সমাজে চলতে পারি। 

এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন,  বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। বিজ্ঞানের ভাষায় অলৌকিকভাবে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। তবে ক্রোমোজোম ঘটিত বিভিন্ন পরিবর্তন কিংবা ছোটখাটো অপারেশনের মাধ্যমে এমনটা হতে পারে। এ বিষয়ে এক্সপার্ট কেউ আরও বিস্তারিত বলতে পারবেন। 


মন্তব্য