মদের আসরে যুবদল নেতার মাস্তানি
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১০:১৭ PM

মদের আসরে ফাও মদ গলায় ঢালতে চান। চান ভিআইপি রুমের সুবিধা। ভিআইপি রুম খালি না থাকায় যুবদলের ঐ নেতাকে বরাদ্দ দেয়া যায়নি। এতে ঐ যুবদল নেতার অসম্মানি ঘটে। যার ফলে যুবদল নেতার নির্দেশে মদের বারে হামলা চালায়, বারের নারী ডেন্সারদের শ্লীলতা হানি ঘটায়। বার এটেনডেন্টদের উপর হামলা করে, বারের চেয়ার টেবিল ভাংচুর চলে।
এতে পুরো বারে ভীতিকর পরিবেশ তৈরি হয়। মদারুরা দিকবিদিক ছুটতে থাকে। নারী ডেন্সাররা পালাতে থাকে।
এরূপ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে রাজধানীর মহাখালির জাকারিয়া হোটেল রেস্টুরেন্ট এন্ড বারে। ১লা জুলাই রাতে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মনির হোসেন খান। তিনি বনানী থানা যুবদলের আহবায়ক ও বটে।
মনির হোসেন এবং তার ভাই মিলে বনানী থানা এলাকায় ইতোমধ্যে চাঁদাবাজীর মচ্ছব শুরু করেছে।৫ আগস্টের পর মনির হোসেন বনানী এলাকার সকল হোটেল থেকে চাঁদাবাজী করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চলে ভাঙচুর।
এর আগে গত জানুয়ারিতে মহাখালির ঐতিহ্যবাহী খাবারের দোকান জলখাবারে হামলা চালায় মনির গং।থানায় অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি।
অবশেষে বারে হামলা ও নারী ডেন্সারদের শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হলে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিস্কার করেছে।
সেই বহিস্কার কতদিন বলবৎ থাকে তাই দেখার বিষয় বলে মনে করছেন বারে লাঞ্চিত ভুক্তভোগীরা।