উখিয়ায় রহস্যজনকভাবে ইউপি সদস্য খুন

উখিয়ায় রহস্যজনকভাবে ইউপি সদস্য খুন
নিহত কামালের সাথে তার তিন শিশু সন্তান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক ইউপি সদস্য খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম কামাল হোসেন দুর্জয়।

জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন দুর্জয় রাত আনুমানিক ১২টার সময় ঔষুধ কিনতে বাড়ির পাশের একটি ফার্মেসিতে যান। কিন্তু অনেক রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার খােঁজে বের হন স্ত্রী ও পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে দ্বিগবিদ্বিক ছোটাছুটি করতে থাকেন স্বজনরা। এভাবে সারারাত পার করেও কোনা হদিস পাননি তারা। এক পর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন কামালের বাড়ির পাশের একটি ছরায় (খাল) তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কামালকে প্রথমে অপহরণের পর মেরে স্থানীয় খালে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিলেও ময়না তদন্ত না হওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনা মামলা হয়নি বলে নিহত কামালের পারিবারিক সূত্র জানিয়েছে। 

তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং খুনের মোটিভ বের করতে পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

নিহত দুর্জয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কলেজের এক শিক্ষক জানান, নিহত কামাল হোসেন দূর্জয় উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তার তিনটি সন্তান রয়েছে। কামালের মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ছোট্ট তিনটি মাসুম বাচ্ছাকে নিয়ে অকূল পাথারে পড়েছেন স্ত্রী। এই ছোট্ট শিশুগুলো কাকে বাবা ডাকবে, কোথায় যাবে তারা এ প্রশ্নে দিশেহারা পুরো পরিবার। দুর্জয়ের এমন চাঞ্চল্যকর মৃত্যুতে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


মন্তব্য