দুদকের জালে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ AM

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রায় ৮ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ব্যাংক শাখা এই অভিযোগের বিস্তারিত তদন্তের দায়িত্ব পেয়েছে।
একই সঙ্গে এলসির মাধ্যমে জাহাজ ভাঙার ব্যবসার নামে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শেল কোম্পানি ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের অভিযোগও দুদক আমলে নিয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে একাধিক বিস্তৃত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, চট্টগ্রামের এই ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৪৬টি ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অভিযোগ পাওয়ার পর দুদকের মহাপরিচালক বিষয়টি দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দেন।