কর্মকর্তাদের শাটডাউনে বন্ধ আমদানি-রপ্তানি
চট্টগ্রাম কাস্টমস হাউস

দিন যতই গড়াচ্ছে ততই বেড়ে চলছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি। বিশেষ করে দেশের রাজস্ব আদায়ের প্রধান উৎস চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সূত্র জানায়, সারা দেশে এনবিআর কর্মকর্তাদের চলমান শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবারও বন্ধ ছিল। এইদিন সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
আমদানি করা পণ্যের শুল্কায়ন ও খালাস কিংবা রপ্তানি পণ্যের শুল্কায়ন শেষে জাহাজে ওঠানোর কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া পূর্বে শুল্কায়ন সম্পন্ন হওয়া চালানগুলোর খালাসেও জটিলতা দেখা দিয়েছে। বন্দরের গেটে অবস্থানরত কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং ও পরীক্ষণ না করায় বন্দর কর্তৃপক্ষও এসব পণ্য ছাড় দিচ্ছে না।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি চলছে। শনিবার থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে রয়েছে।
একইসঙ্গে সারা দেশের রাজস্ব দপ্তরগুলো থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হচ্ছে।
সংস্কার পরিষদ জানিয়েছে, তারা রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ অন্যান্য যৌক্তিক দাবিতে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।
একইসঙ্গে যাতে উদ্ভূত সমস্যার সমাধান হয় এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয় সেজন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন তারা।