যে কারণে অস্থির এনবিআর

 যে কারণে অস্থির এনবিআর
ছবি: সংগৃহীত

টানা দেড় মাসের আন্দোলনে নজির বিহীন অচলাবস্থা সৃষ্টি হয়েছে  জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) । দৃশ্যত এনবিআর সংস্কারের নামে সরকারের একটি অধ্যাদেশকে কেন্দ্র করে এ অচলাবস্থার সূত্রপাত হলেও মূলত পেছনে রয়েছে ভিন্ন কারণ।

সূত্র জানায়, মূলত এনবিআর সংস্কার হওয়ার পর এর নেতৃত্ব কাদের হাতে থাকবে তাই নিয়ে মূল দ্বন্দ্বের শুরু।

রাজস্ব কর্মকর্তারা মনে করছেন  এনবিআর এর পলিসি আর বাস্তবায়নে থাকবে রাজস্ব ক্যাডার কর্মকর্তারা। তাদের বক্তব্য হচ্ছে  সারা বিশ্বে এইটাই প্রচলিত নিয়ম। সেজন্য  বাংলাদেশেও এইটাই স্বাভাবিক একটা বিষয় হওয়া উচিৎ। 

সংস্কার কমিশন এই সুপারিশই দিয়েছিলো। সুপারিশে বিশেষজ্ঞ দের পরামর্শ নেয়ার জন্য উপদেষ্টা পর্ষদ থাকার কথা।

সেই সুপারিশকে পাশ কাটিয়ে বাইরের কর্মকর্তারা এনবিআরের পলিসি আর বাস্তবায়নের প্রধান হতে চায়।

এইটা তো নিয়ে বাইরের কর্মকর্তারা কামড়াকামড়ি করার কারণে আজকে এনবিআরএর এই অবস্থা। 

এ প্রসঙ্গে রাজস্ব কর্মকর্তারা উদাহরণ দেন রাষ্ট্রের অন্যান্য বিভাগের সাথে। এ প্রসঙ্গে তারা জানান

দুর্নীতি দমন কমিশনে বাইরের কর্মকর্তারা আসার কারণে কি হচ্ছে তা সবাই জানে। মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় নিম্ন আদালত পুরোপুরি রাজনৈতিক প্রভাবে চলমান।

নির্বাচন কমিশনে বাইরের কর্মকর্তারা আসার কারণে পুরো নির্বাচনের প্রক্রিয়াটাই ভেঙ্গে গেছে।
মিড নাইট ইলেকশন,ডামি নির্বাচন, বিনা ভোটে ১৫৪ জন সাংসদ নির্বাচনের মূল হোতা এসব বাইরের কর্মকর্তারা। 

এবার এনবিআর সংস্কারের নামে যে কমিশন গঠন করা হয়েছে তাকে পাশ কাটিয়ে শ্রেফ এনবিআর দখলের পায়তারা করছে বাইরের কর্মকর্তারা। 

শত বছরের পুরোনো ঐতিহ্যাবাহী জাতীয় রাজস্ব বোর্ডকে রক্ষা করতে তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।


মন্তব্য