এনবিআর আন্দোলন দমাতে দুদকের অপব্যবহার, অভিযোগ ২ সংস্থার
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৫০ PM
-10616.jpg)
এনবিআরের আন্দোলন দমাতে দুদকের অপব্যবহার করা হয়েছে বলে সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখার বলেছেন, আন্তঃক্যাডার বৈষম্যের চরম বহিঃপ্রকাশ ঘটেছে এনবিআরের এই আন্দোলনের মাধ্যমে।
আন্তর্জাতিক এই সংস্থাটি মনে করে, আন্দোলনকারীদের যেভাবে প্রতিহিংসামূলক শাস্তি দেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য। সংস্থাটির নির্বাহী প্রধান বলেন, বিশেষায়িত জ্ঞানসম্পন্ন পদিগুলিতে প্রশাসন ক্যাডারের পরিবর্তনের যৌক্তিক দাবি উঠতেই পারে।
অপরদিকে আরেক গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, এনবিআরের আন্দোলনের একটা যৌক্তিক সমাধানের পথ ছিল। কিন্তু সরকার সেই রাস্তায় না গিয়ে ভিন্ন পথে এই আন্দোলনকে দমন করেছে।
এখন অন্তর্বর্তী সরকারের পক্ষে এই আন্দোলন সমাধান করা আর সম্ভব নয়। পরবর্তী কোনো নির্বাচিত সরকারকেই এর সমাধান করতে হবে।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এনবিআরের সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বক্তব্যের অস্পষ্টতা ছিল।
উল্লেখ্য, এনবিআর সংস্কার নামে সরকারের একটি জারি করা অধ্যাদেশের প্রতিবাদে আন্দোলনে নামে এনবিআরের কর্মকর্তারা। টানা দুই মাস আন্দোলনে শেষ দিকে প্রায় অচল হয়ে পড়ে দেশের সকল রাজস্ব সংগ্রহের কার্যক্রম। এক পর্যায়ে শীর্ষ ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার করা হয়। এর পর থেকে নজিরবিহীনভাবে চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্তসহ তাদের পেছনে দুদক লেলিয়ে দেওয়া হয়।