এস্কয়ার নিট কম্পোজিটের বিরুদ্ধে কোটি টাকার কর ফাঁকির অভিযোগ

এনবিআর
  © ফাইল ছবি

দেশের সূতা প্রস্তুতকারী অন্যতম প্রতিষ্ঠান এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে সরকারের কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এজন্য বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব প্রদান না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। 

সূত্র জানায়, শেয়ার হোল্ডারদের দেয়া ঘোষিত ডিভিডেন্ড এর বিপরীতে উৎসে কর কর্তন করা হলেও কোম্পানিটি সরকারী কোষাগারে তা জমা  দেয়নি। এতে প্রতিষ্ঠানটি সুস্পষ্টভাবে রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দিয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বশেষ ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা জেলার অন্তর্গত সকল শেয়ার বাজার লিস্টেড কোম্পানি যখন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করবে তখন কোম্পানির শেয়ার হোল্ডারদের  উক্ত ক্যাশ ডিভিডেন্ড এর বিপরীতে কোম্পানিটি ১০% হারে উৎসে কর কর্তন করে রাষ্ট্রের কোষাগারে জমা দেয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এস্কয়ার নিট কোম্পানি সচিব মনির হোসেন বাংলাকণ্ঠকে বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা ৩০ জুনের মধ্যে ট্যাক্স জমা দিতে পারিনি। তবে এটি ট্যাক্স অফিসের বিষয়। সাংবাদিকদের বিষয় নয়।’

এস্কয়ার নিট কম্পোজিট কোম্পানিটি তার ডিভিডেন্ড এর বিপরীতে উৎসে কর জমা দেয়ার কথা কর অঞ্চল ১৩ এর কোডে জমা দেওয়ার কথা। তবে সর্বশেষ ৩০ জুন তারিখ পর্যন্ত কোম্পানিটি কোটি টাকারও বেশি কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি।

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২০২৪ সালে ১০ শতাংশ   ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।


মন্তব্য