রিটার্ন জমা দেওয়ায় মিলবে যেসব ছাড়
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৯:৫২ AM

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জন্য আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু হয়েছে ১ জুলাই থেকে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এবারের রিটার্ন জমার সময় কর হিসাবের ক্ষেত্রে কিছু নতুন বিষয় খেয়াল রাখতে হবে, কারণ সদ্যঘোষিত বাজেটে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সঠিকভাবে রিটার্ন দাখিল করলে কর ছাড় পাওয়ার সুযোগও রয়েছে।
এবারের বাজেটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো—আপন ভাইবোনের দেওয়া অর্থ বা সম্পদ করমুক্ত হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত নগদ অর্থ, জমি, ফ্ল্যাট বা অন্য কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তি রিটার্নে দেখালেও তা করের আওতায় পড়বে না। এমনকি বিদেশে অবস্থানকারী ভাইবোন যদি টাকা পাঠান, সেটিও করমুক্ত থাকবে। এতে পারিবারিক সম্পদ হস্তান্তর বা সহায়তা সহজ ও সুবিধাজনক হবে।
এ ছাড়া বাণিজ্যিক কৃষি উৎসাহিত করতে করছাড় দেওয়া হয়েছে। একজন করদাতার কৃষি থেকে আয় ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।
বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতাসহ এতদিন সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যেত। এটি এখন থেকে ৫ লাখ টাকা হবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর আয় করমুক্ত থাকবে।
এ ছাড়া চাকরিজীবী করদাতাদের মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত রাখা হয়েছে। চাকরিরত কর্মচারীদের জন্য কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে।