শেয়ারবাজারে সুসংবাদ

শেয়ারবাজার
  © ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৭ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়েছে, যা প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। এর আগে ২৭ এপ্রিল ডিএসইএক্স সূচক সর্বশেষ সর্বোচ্চ অবস্থানে, ৪ হাজার ৯৯৫ পয়েন্টে পৌঁছেছিল। এদিন ঢাকার বাজারে মোট লেনদেন হয়েছে ৫৭৩ কোটি টাকার।

সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখা ১০টি কোম্পানির মধ্যে সাতটি ছিল ব্যাংকের শেয়ার। কোম্পানিগুলো হলো ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।

বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যেও তিনটি ছিল ব্যাংক খাতের কোম্পানি। কোম্পানিগুলো হলো রূপালী ব্যাংক, এবি ব্যাংক ও এক্সিম ব্যাংক।

দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৮টির, কমেছে ৭৩টির, আর অপরিবর্তিত ছিল ৪৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক-লেনদেনেও ছিল ঊর্ধ্বগতি। বাজারটিতে ১৫৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির, আর অপরিবর্তিত ছিল ২৭টির দাম।


মন্তব্য