সাইফুজ্জামান ও তাঁর পরিবারের ৫৭০ কোটি টাকা ফ্রিজ

ফ্রিজ
  © ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নামে থাকা ২৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে মোট ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকার শেয়ার রয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

ওইদিন দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক মো. মশিউর রহমান বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আবেদন করেন আদালতে। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও অ্যাকাউন্ট থেকে নগদ অর্থ উত্তোলন কিংবা অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে। যদি এসব অ্যাকাউন্ট নগদায়ন বা অর্থ স্থানান্তর করা হয়, তাহলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে বিও হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মন্ত্রী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাংক হিসবা, স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে।


মন্তব্য