থাইল্যান্ড উইক: ব্যবসায় নতুন সম্ভাবনা
- বাংলাকণ্ঠ ডেস্ক:
- প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১১:৩২ AM

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও টেকসই উন্নয়নের বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘থাইল্যান্ড উইক ২০২৫’।
বুধবার (৯ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ও থাইল্যান্ডের ব্যবসায়ী নেতা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে ভবিষ্যতে ব্যবসায়িক সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস ও গ্রিন টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. তানভীর আহমেদ। তিনি বলেন, এখন সময় এসেছে নীতিগত আলোচনার গণ্ডি পেরিয়ে বাস্তব উদ্যোগ নেওয়ার। দুই দেশের ব্যবসায়ীদের যৌথভাবে কাজ করতে হবে, অভিজ্ঞতা ও প্রযুক্তি ভাগাভাগি করতে হবে।
তিনি বলেন, থাই বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে তরুণ ও দক্ষ জনশক্তি, পাশাপাশি বড় একটি ভোক্তা বাজার রয়েছে। আর বাংলাদেশি উদ্যোক্তারা থাইল্যান্ডের উন্নত প্রযুক্তি ও লজিস্টিক সুবিধা থেকে লাভবান হতে পারে। তাঁর বক্তব্যে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ তৈরি হয় এবং খাতভিত্তিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম গঠনের আগ্রহ দেখা যায়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, ‘থাইল্যান্ড উইক ২০২৫’ আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার দুপুরে, হোটেল সোনারগাঁওয়ে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ-থাই চেম্বার, থাই-বাংলাদেশ চেম্বার, ঢাকায় থাই দূতাবাস এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়র আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগ।