ইসলামী ব্যাংক ও সিবিআইইউ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ইসলামী ব্যাংক
  © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এ চুক্তির আওতায় এখন থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবধরনের একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের সকল শাখা-উপশাখায় এবং অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবে। 

মঙ্গলবার (৮ জুলাই) ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ বোরহান উদ্দিন খান ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে সিবিআইইউ রেজিস্ট্রারার রাজিবুল হক সুমন ও কলাতলী উপশাখা ইনচার্জ মোশাররফ হোছাইনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য