বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নতুন মুখ
- বাংলাকণ্ঠ ডেস্ক:
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM

নতুন প্রধান অর্থনীতিবিদ পেল বাংলাদেশ ব্যাংক। ড. মোহাম্মদ আক্তার হোসেনকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ড. আক্তার হোসেনের নিয়োগ চুক্তিভিত্তিক এবং তার চাকরির সব শর্ত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে করা চুক্তি অনুযায়ী পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মূলত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে পরামর্শ দিয়ে থাকেন।
এর আগে ২০১৯ সালে প্রধান অর্থনীতিবিদ পদ থেকে ফয়সাল আহমেদ সরে গেলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি তাকে পূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
তবে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি হাবিবুর রহমান ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব নিলে প্রধান অর্থনীতিবিদের পদটি শূন্য হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ড. আক্তার হোসেনকে এই গুরুত্বপূর্ণ পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হলো।