৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২:০০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০২:০০ PM
-11509.jpg)
৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মজুদে কিছুটা ঘাটতি থাকায় এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে এক বৈঠকের পর এ কথা জানান তিনি।
অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর ৫৫ লাখ পরিবার ৩০ টাকা কেজি দরে চাল পাবে ছয় মাস। গতবার পেয়েছে ৫০ লাখ পরিবার। নিম্নবিত্ত পরিবারের মাঝে আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চে এই চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’
আলী ইমাম মজুমদার বলেন, ‘দেশে সাধারণত নভেম্বর পর্যন্ত হিসাব করলে ১৩.৫ টন চালের মজুদ থাকলে ঝুঁকিহীন। সেক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে, তাই ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।’
দেশে ধান, চাল, গমসহ খাদ্যের মজুদ সন্তোষজনক অবস্থায় আছে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশে ধান, চাল, গমসহ খাদ্য মজুদ সন্তোষজনক। আর কি কি কেনা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে, প্রয়োজনে কেনা হবে।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি–বিদেশি সব চুক্তি পুনর্বিবেচনায় আইনি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।’