হোয়াটসঅ্যাপ বার্তায় কটুক্তি করে বরখাস্ত এনবিআর প্রহরী
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
-11611.jpg)
হোয়াটসঅ্যাপ বার্তায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কর অঞ্চল-১০-এর নিরাপত্তা প্রহরী মো. সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কর অঞ্চল-১০-এর কমিশনার মো. শাহ আলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কর অঞ্চল-১০ এর নিরাপত্তা প্রহরী (সার্কেল-২০০) মো. সেলিম মিয়ার নামে নিবন্ধন করা মোবাইল নম্বরের বিপরীতে হোয়াটসঅ্যাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনবিআর চেয়ারম্যান সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন। যা মো. সেলিম মিয়ার নামে নিবন্ধন করা এবং তা নিজে স্বীকার করেছেন, তাই তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী তদন্তপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী সেলিম মিয়াকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধিঅনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এর আগে মঙ্গলবার বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও কাস্টমস বিভাগের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে দুপুরে আটজন ও রাতে আরও ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত কর্মকর্তারা এনবিআর সংস্কার আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। যদিও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে সবার বিরুদ্ধেই গত ২২ জুন ইস্যু করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২ জুলাই এনবিআরের কর বিভাগ ও কাস্টমস বিভাগের তিন সদস্য ও এক কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার আগের দিন ১ জুলাই রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।