শুল্ক নিয়ে চূড়ান্ত প্রস্তুতির পথে হাটছে বাংলাদেশ
- বাংলাকণ্ঠ ডেস্ক:
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:২২ AM
-11724.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আমরা তাদের মতামত নিয়েছি।’
তিনি আরও বলেন, মার্কিন ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’
ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তাঁর জানা নেই।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।