বেড়েছে ঋণ
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:১০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১০ AM

ঋণ হিসাবের পদ্ধতিতে পরিবর্তন আনার ফলে সরকারের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৭০০ কোটি টাকায়। নতুন হিসাব অনুযায়ী, আগের তুলনায় ঋণ বেড়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা।
বাজেট ঘাটতি পূরণে সরকার স্থানীয় ও বৈদেশিক উৎস থেকে ধার করে থাকে। স্থানীয় উৎসের মধ্যে রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্র ও বাংলাদেশ ব্যাংক।
অর্থ বিভাগের হিসাব মতে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকা।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থের যোগানে কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম আর্থিক সুবিধা নেয় সরকার। দায় হলেও এতদিন ঋণের হিসাবে তা দেখানো হতো না। এবার, নতুন পদ্ধতিতে অগ্রিম সুবিধাকেও ঋণ হিসাবে দেখিয়েছে অর্থ বিভাগ।
এর ফলে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে।