শেয়ারবাজারে আজকের লেনদেনের চিত্র
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
-12436.jpg)
চলতি সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএসই ব্লক মার্কেটে ৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।