ইপিএস প্রকাশ করল ২৩ কোম্পানি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০২:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০২:০১ PM
-13027.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানি ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবসায়িক ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে বার্জার পেইন্টসসহ কয়েকটি কোম্পানি ৩ মাস ও ৯ মাসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করেছে। এ তথ্য জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে।
বুধবার (৩০ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৩ কোম্পানির মধ্যে ৬টির মুনাফা বেড়েছে, ১০টির মুনাফা কমেছে, ৪টির লোকসান কমেছে, ১টির লোকসান বেড়েছে, ১টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমে গেছে এবং ১টির মুনাফা অপরিবর্তিত রয়েছে।
নিচে কোম্পানিগুলোর ইপিএসের তথ্য দেওয়া হলো:
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জানু:-জুন২৫) |
৬ মাসের ইপিএস (জানু:-জুন২৪) |
হ্রাস/বৃদ্ধির হার |
ফেডারেল ইন্স্যুরেন্স |
০.৭২ |
০.৫৪ |
৩৩% |
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স |
৫.৩৯ |
৪.৬৩ |
১৬% |
ম্যারিকো |
৬১.৭৭ |
৫৪.৭৮ |
১৩% |
সাউথইস্ট ব্যাংক |
১.০০ |
০.৯১ |
১০% |
ডিবিএইচ ফাইন্যান্স |
২.০৭ |
২.০১ |
৩% |
যমুনা ব্যাংক |
৩.৩১ |
৩.২৮ |
১% |
মিডল্যান্ড ব্যাংক |
০.১৮ |
০.৪৩ |
(৫৮%) |
ডাচ-বাংলা ব্যাংক |
১.০৯ |
২.১১ |
(৪৮%) |
ন্যাশনাল হাউজিং |
০.৪৫ |
০.৬০ |
(২৫%) |
ঢাকা ব্যাংক |
১.১৫ |
১.৫১ |
(২৪%) |
ওয়ান ব্যাংক |
০.৮৫ |
১.১২ |
(২৪%) |
কমার্শিয়াল ইন্স্যুরেন্স |
০.৩৫ |
০.৪৬ |
(২৪%) |
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স |
০.৭১ |
০.৯০ |
(২১%) |
প্রাইম ইন্স্যুরেন্স |
১.০৭ |
১.২৮ |
(১৬%) |
বার্জার পেইন্টস |
১৮.৪৮ |
২০.৭৪ |
(১১%) |
রিপাবলিক ইন্স্যুরেন্স |
১.০৭ |
১.১৩ |
(৫%) |
রেকিট বেনকিজার |
৬২.১৬ |
৬২.২২ |
০০ |
ইউনিক্যাপ |
(১.৬০) |
(১.৮৮) |
১৫% |
ভ্যানগার্ড ফান্ড ওয়ানের |
(১.০৪) |
(১.৬৯) |
৩৮% |
ফার্স্ট প্রাইম ফাইন্যান্স |
(০.১৭) |
(৩.০৮) |
৯৪% |
গোল্ডেন জুবিলি ফান্ড |
(০.০৮) |
(১.৪৭) |
৯৫% |
বে লিজিং |
(৩.০২) |
(০.৮৭) |
(২৪৭%) |
এসআইবিএল |
(৪.৩৩) |
০.৫০ |
(৯৬৬%) |