দেশে দেশে ট্রাম্পের শুল্কারোপের খড়গ

শুল্কারোপ
  © সংগৃহীত

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর স্থিতিশীলতা যেন পরস্পর বিপরীত শব্দ। কারণ দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রায় এক বছর শাসনামলে তার কর্মকান্ডে ইতিমধ্যেই গোটা দুনিয়ায় অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে। যাার সর্বশেষ প্রমান হল গতকাল বৃহস্পতিবার পৃথিবীর বিভিন্ন দেশের ওপর তার প্রশাসন নতুন করে শুল্কারোপ করেছে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। তবে বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক নির্ধারণ করা হয়েছে। নিম্নে ওই তালিকা তুলে ধরা হলো: 

আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, কঙ্গো, ইকুয়েডর, ফিজি, ঘানা, গুয়ানা, আইসল্যান্ড, ইসরাইল, জাপান, লেসোথো, লিচেস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউগিনি, দক্ষিণ কোরিয়া, টোবাগো, ত্রিনিদাদ, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের ওপর ১৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। নিকারাগুয়ার ওপর ১৮ শতাংশ। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ। শ্রীলংকা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ।

ব্রুনাই, ভারত, কাজাখাস্তান, মল্ডোবা, তিউনিশিয়ার ওপর ২৫ শতাংশ। আলজেরিয়া, বসনিয়া, হারজাগোভিনা,লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ। ইরাক ও সার্বিয়ার ওপর ৩৫ শতাংশ। সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ। লাওস, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ। সিরিয়ার ওপর ৪১ শতাংশ। এছাড়া কানাডার ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। মেক্সিকোর গাড়ির ওপর ২৫ শতাংশ, স্টিল, অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর ৫০ শতাংশ শুল্ক আারোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শূণ্য থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।


মন্তব্য