দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করল এবি ব্যাংক
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন-এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৪ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সা ।