বিষ্ফোরক তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

ব্যাংকিং খাতে লুট নিয়ে বিষ্ফোরক তথ্য দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি।
আজ বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে– সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি।
উপদেষ্টা বলেন, অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো।
এ সময় তিনি আরও বলেন, যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন।