স্থিতিশীল স্বর্ণের বাজার
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৯ AM

টানা উত্থান-পতনের পর গত কয়েকদিন ধরে মোটামুটি স্থিতিশীল রয়েছে স্বর্ণের বাজার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ দামে আজও (সোমবার) স্বর্ণ বিক্রি হচ্ছে।
প্রতি ভরির বর্তমান দাম:
২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা
২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা
১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা
প্রতি ভরি = ১১.৬৬৪ গ্রাম
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে:
৫% ভ্যাট (সরকার নির্ধারিত)
৬% মজুরি (বাজুস নির্ধারিত ন্যূনতম)
যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ বাড়তে বা কমতে পারে।
আগের দাম (২৪ জুলাই ২০২৫):শেষবার ২৩ জুলাই রাতে দাম সমন্বয় করে বাজুস। তখন ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,৭৩,১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর বর্তমান দামে স্বর্ণের দাম কিছুটা কমে এসেছে।
রুপার দাম অপরিবর্তিত:
২২ ক্যারেট: ২,৮১১ টাকা
২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
স্বর্ণ বা রুপা কেনার সময় অবশ্যই বিক্রয় রসিদ ও খাঁটি মান যাচাই করে নেওয়া উচিত।