'আরো ৫ শতাংশ শুল্ক কমার সম্ভাবনা দেখা যাচ্ছে'
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৬:৩২ PM

বর্তমানে বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, তা আরো ৫ শতাংশ কমিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানির ওপর যে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আমাদের আলোচনা চলছে। ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
তবে তিনি সতর্ক করে বলেন যে, এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে, তার ফলে শুল্ক কমার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি। তবে এ মাসের শেষে একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো তারিখ এখনও পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।