ডিভিডেন্ড ঘোষণা করল আরেক প্রতিষ্ঠান

ডিভিডেন্ড
  © ফাইল ছবি

ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও প্রতিষ্ঠান। গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ইউনিট প্রতি ৭৫ পয়সা ডিভিডেন্ড পাবেন ফান্ডটির ইউনিটধারীরা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬১ পয়সা।

আগামী ৩ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এইমস অব বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।


মন্তব্য