বৃহস্পতিবার কেমন ছিল শেয়ারবাজার?
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৯ PM
-11452.jpg)
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্চের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ১৫৪টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭০৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১ কোটি ৮৬ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১২৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬০.২৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮.৩০ পয়েন্ট কমেছিল।