যে কারণে বাড়ল জ্বালানি তেলের দাম
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
-11621.jpg)
বিশ্ববাজারে তেলের দাম বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে এক সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের মতে, এ বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ রয়েছে—আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার হ্রাসের সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা।
ব্রেন্ট ক্রুড বেড়ে ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৮৪ ডলারে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়ে ১ দশমিক ৩১ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৯৬ ডলারে লেনদেন শেষ করেছে।
ট্রাম্প সতর্ক করেছেন, ইউক্রেন ইস্যুতে আলোচনায় সমঝোতা না হলে রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে। এটি রাশিয়ান তেল ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ফলে বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে বলে প্রত্যাশা বিনিয়োগকারীদের তেলের চাহিদা বৃদ্ধির আশাবাদ জুগিয়েছে।
বিশ্ব তেল সরবরাহের প্রায় ২ শতাংশ দেয় নরওয়ে। দেশটি ২০২৬ সাল থেকে তেল ও গ্যাস খাতে বিনিয়োগ কমানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।
সূত্র : রয়টার্স