ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা ৩ কোম্পানির
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৪৮ PM
-11747.jpg)
এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো— রিলায়েন্স ওয়ান ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডটির সমাপ্ত অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সা ।
এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডটির সমাপ্ত অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৪৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৪ পয়সা ।
রিল্যায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডটির সমাপ্ত অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সা ।