সিএসই'র লেনদেনে বড় চমক
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ PM
-11752.jpg)
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (১৭ আগস্ট) দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে চমক দেখা গেছে। আগেরদিন যেখানে লেনদেন হয়েছিল ৪ কোটি ৬১ লাখ ৪৭ হাজার টাকার, আজ তা বেড়ে ১৩ কোটি ৬৬ লাখ ১৫ হাজার টাকায় পৌঁছেছে।
আজ সিএসইর পাঁচটি সূচকই ইতিবাচক রেকর্ড করেছে। বিশেষভাবে সার্বিক সূচক সিএএসপিআই ১২৬.৫৭ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে ১৫ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে। সূচকের এই বৃদ্ধি বাজারের দৃঢ়তা এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন সম্ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে।
সিএসই-তে আজ লেনদেনে অংশ নেয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল। এই তথ্য বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটাচ্ছে।
লেনদেনের পরিমাণে আগের দিনের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এটি প্রমাণ করছে যে বিনিয়োগকারীরা নতুন সুযোগ গ্রহণে উৎসাহী এবং বাজারে আস্থা ফিরে এসেছে। বিশেষ করে মধ্যম ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের দিকে মনোযোগ বাড়ায় বাজারে স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।
সিএসইর এই উন্নতি শুধু সূচক বা লেনদেনের বৃদ্ধি নয়, বরং দেশের শেয়ারবাজারের সার্বিক স্বাস্থ্য ও সম্ভাবনার প্রতিফলন। বিনিয়োগকারীরা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান ও স্থিতিশীল প্রতিষ্ঠানের শেয়ারে নজর দিচ্ছেন, যা বাজারকে আরও গতিশীল করছে।
বিশ্লেষকদের মতে, সূচকের ধারাবাহিক ইতিবাচক ওঠানামা এবং লেনদেনের বৃদ্ধি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সংকেত দিচ্ছে। বিনিয়োগকারীদের মনোবল বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও সক্রিয় ও শক্তিশালী বাজার গঠনের আশা করা যাচ্ছে।