আজ ব্লকে ৫ কোম্পানির বড় লেনদেন

ব্লক
  © ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার। 

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ২ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ৫৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমজেএল বাংলাদেশ লিমিটেডের ৫৫ লাখ এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


মন্তব্য