ডিভিডেন্ড দিল আরেক কোম্পানি

ডিভিডেন্ড
  © ফাইল ছবি

এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদেরসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এর আগে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়ে দেয়। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।


মন্তব্য