অস্বাভাবিক দর বৃদ্ধিতে সতর্ক করল ডিএসই
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০২:২৩ PM
-12432.jpg)
ফের বিনিয়োগকারীদের সতর্ক করল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ডিএসই। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি।
জানা গেছে, কেঅ্যান্ডকিউ শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, কেঅ্যান্ডকিউ ৮ জুলাই শেয়ার দর ছিল ১৯৮ টাকা ৬০ পয়সায়। আর ২১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৫২ টাকা ১০ পয়সায়। অর্থাৎ দেড় মাসে শেয়ারটির দর বেড়েছে ১৫৩ টাকা ৫০ পয়সা বা ৭৭ শতাংশ।
এর আগে মেঘনা পেটের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে জানিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করে ডিএসই।