মঙ্গলবার দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
-12607.jpg)
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ১০.০০ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমেছে।
এছাড়া তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমেছে।
আজ দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শুরউইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯.৩৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৯.০৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮.৮৯ শতাংশ, তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেডের ৮.৬২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮.৩৩ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮.০০ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র দর ৮.০০ শতাংশ কমেছে।