যেমন চলছে শেয়ারবাজারের লেনদেন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

আজ রবিবার (৩১ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৬ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪০১ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৩ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির শেয়ারদর।