রবিবার ব্লকে বড় লেনদেন

ব্লক
  © ফাইল ছবি

আজ রবিবার (৩১ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লি.-এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল-এর ৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডস লি.-এর ৪ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকা এবং লিগাসি ফুটওয়ার লি.-এর ৩ কোটি ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


মন্তব্য